খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেতুলিয়ায় ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার মোঃ আব্দুল কাদের অবসর জনিত রাজকীয় বিদায় অনুষ্ঠান সম্পন্ন।
সোমবার ১ ডিসেম্বর সকালে শালবাহান ইউনিয়ন পরিষদের মাঠের সামনে এ বিদায় অনুষ্ঠিত হয়।এতে
বিদায়ী অনুষ্ঠানে মোঃ আশরাফুল ইসলাম চেয়ারম্যান 'র সভাপতিত্বে বক্তব্য রাখেন শালবাহান ইউ, পি সদস্য,
আবু জাফর, শালবাহান ইউপির সদস্য
মোছাঃ আলেয়া বেগম, ইউপির সরকার কর্মকর্তা, গ্রামপুলিশে সদস্যসহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে তিনি বলেন , তার কর্ম জীবনে সততা, নিষ্ঠার সাথে কর্ম করেছেন। তিনি সময়কে গুরুত্ব দিয়ে প্রতি দিন সবার আগে অফিসে আসতেন এবং গ্রাম পুলিশদের সঠিক সময়ে সঠিক ভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।
পঞ্চগড় জেলায় এই প্রথম কোন একজন সত্য নিষ্ঠাবান গ্রাম পুলিশকে আমরা বিদায় সংবর্ধনা দিতে পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি।
দীর্ঘ ৪৩ বছর কর্ম জীবন শেষে তাকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেন , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম।
সাথে ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্যরা সহ স্থানীয়রা ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় রাজকীয় বিদায় পাওয়া আবদুল কাদের বলেন, এই মুহুর্তটা সারাজীবনের চাইতেও অন্য রকম পাওয়া। মানুষের সেবার জন্য চেষ্টা করেছি সর্বোচ্চ দায়িত্ব পালন করা যা নিজের পরিবারের মতো দায়িত্ব ছিলো।
এমন বিদায় সত্যি অনেক আনন্দের। এসময় তিনি আবেগতাড়িতভাবে সকলের প্রতি গভীর ভালোবাসা রেখে বলেন, আমাদের উচিত যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সুন্দর ভাবে পালন করা।

Post a Comment