Top News

মানবতার সেবায় পাঁচ বছর: ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদাতাদের সম্মাননা | Daily Bogra

 


মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জামালগঞ্জে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ব্লাড ব্যাংক জামালগঞ্জ-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকালে জামালগঞ্জ শিল্পকলা একাডেমির হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উজ্জ্বল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব সংগঠক ও উদ্যোক্তা আরিফ বাদশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনউদ্দীন আলমগীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোহাম্মদ আজগার আলী এবং জামালগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা. আব্দুল বাতেন।

এছাড়াও বক্তব্য দেন যুব সংগঠক নুরুল হক, রেজাউল করিম কাপ্তান, জহিরুল আলম সাদ্দাম, আবু সুফিয়ান, তোফাজ্জল ইসলাম, রাহাদ আলম হৃদয়, সাইদিল মুরসালিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রক্তদান কোনো তুচ্ছ বিষয় নয়—এক ব্যাগ রক্তই পারে একটি মূল্যবান প্রাণ বাঁচাতে। তারা ব্লাড ব্যাংক জামালগঞ্জের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এই উদ্যোগকে আরও গতিশীল ও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে ব্লাড ব্যাংক জামালগঞ্জের এডমিন প্যানেলের পক্ষ থেকে প্রধান পরিচালক উজ্জ্বল হোসেন জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় প্রায় ৮ হাজার মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করেছে। পাশাপাশি এ পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ ব্যাগ রক্ত সংগ্রহ ও ব্যবস্থাপনার মাধ্যমে রোগীদের সরবরাহ করা হয়েছে।

বক্তারা জানান, জামালগঞ্জ উপজেলায় প্রতি মাসে গড়ে ৫০ থেকে ৬০ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এই চাহিদা পূরণে সকল সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের বিশেষ আয়োজন হিসেবে সর্বোচ্চ রক্তদাতা ও নিয়মিত রক্তদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ব্লাড ব্যাংক জামালগঞ্জের এডমিন প্যানেল, জামালগঞ্জ উপজেলা এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক সংগঠনকে মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


অনুষ্ঠানে ব্লাড ব্যাংক জামালগঞ্জের এডমিন প্যানেলের সকল সদস্য, স্বেচ্ছায় রক্তদানকারী ও উপকারভোগী, জামালগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠকবৃন্দ এবং উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, “তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ”—এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালে যাত্রা শুরু করে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ব্যাংক জামালগঞ্জ। রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না যায়—এই মানবিক লক্ষ্য নিয়ে সংগঠনটি গত পাঁচ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

১৮.১২.২০২৫

Post a Comment

Previous Post Next Post