Top News

অঞ্চল ভিত্তিক বাজেট বৈষম্য নিরসনে কাজ করবো- স্বতন্ত্র প্রার্থী শাহ নেওয়াজ | Daily Bogra


গোলাম রব্বানী হিলিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এ্যাডভোকেট শাহনেওয়াজ ফিরোজ শুভ।

বুধবার ১৭ ডিসেম্বর বিকেলে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে মনোনয়ন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর-ই আলম সিদ্দিকী মহোদয়ের হাত থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয়-১১ দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এ্যাডভোকেট মোঃ শাহনেওয়াজ ফিরোজ শুভ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোঃ আফতাব উদ্দিন। 

বৃহত্তর দিনাজপুর-৬ আসন (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) চারটি থানা নিয়ে সংসদীয় আসনটি গঠিত।

অ্যাডভোকেট শাওনেয়াজ ফিরোজ শুভ উত্তরবঙ্গ কৃষক মঞ্চের আহ্বায়ক। দীর্ঘদিন ধরে তিনি কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্যতা, সাধারণ মানুষের ন্যায়বিচার, আদিবাসী জনগোষ্ঠী এবং কৃষক-দিনমজুরদের জীবনমান উন্নয়নে কাজ করে আসছেন। বিভিন্ন সময়ে তিনি এসব জনগোষ্ঠীর দাবি-দাওয়া নিয়ে মাঠ পর্যায়ে আন্দোলন ও সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। অঞ্চল ভিত্তিক বাজেট বৈষম্য নিরসনে কাজ করায় আমার মূল লক্ষ্য। কারণ বৃহত্তর দিনাজপুর কৃষি নির্ভরশীল জেলা। কিন্তু মহান সংসদে যখন বাজেট উত্থাপন করা বা পাশ করা তখন কিন্তু ঢাকা শহর বা অন্য জায়গার তুলনায় আমাদের দিনাজপুর জেলা অনেক পিছিয়ে থাকে। তাই আমার এলাকার জনগণের সমর্থনে যদি সংসদে যেতে পারি। তাহলে আমার প্রথম কাজ হবে নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে এবং পরামর্শ করে বাজেট বৈষম্য নিরসন করা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে গনতন্ত্রের চর্চার অভাব এবং কিছু কিছু দল পরিবারতন্ত্রিক ভাবে চলে বলে আমি মনে করি। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। 

এছাড়াও দিনাজপুর-৬ আসনের মানুষের অধিকার রক্ষা,কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।

এ সময় তিনি বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন। তাঁর মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।

গোলাম রববানী 

স্টাফ রিপোর্টার

০১৭৭৪১৯৮২৭২

Post a Comment

Previous Post Next Post