জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। পরে কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শামীম আরা এবং কালাই থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। এ সময় আরও শ্রদ্ধা জানান জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সচিব ও সাবেক জেলা প্রশাসক আব্দুল বারী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও সামাজিক, রাজনৈতিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, আলোচনা সভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা,পুতুল নাচ, মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও অর্জনের কথা তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই বিজয় দিবস পালনের মূল উদ্দেশ্য।
সার্বিকভাবে কালাই উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।

Post a Comment