Top News

বরিশালের বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 


মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া,(বরিশাল)

বরিশালের বানারীপাড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।১৫ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।


গ্রুপভিত্তিক প্রতিযোগিতায় জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ ও বিজয় মিছিল শিরোনামে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিং, সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি, উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসেন,সিনিয়র যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম শফিক, সাংবাদিক মোঃ সাব্বির হোসেন, সাইফুল ইসলামসহ প্রমূখ। প্রতিযোগিতা শেষে রচনা ও চিত্রাঙ্কন বিভাগে বিজয়ীদের মেধাক্রম ঘোষণা করা হয়।

Post a Comment

Previous Post Next Post