Top News

পাইকগাছা পৌরসভার ৮টি উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন | Daily Bogra

 


পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছা পৌরসভা কর্তৃক বাস্তবায়নাধীন মোট ৮টি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। 

বুধবার (১৭ ডিসেম্বর) পরিদর্শনকালে চলমান প্রকল্পগুলোর কাজের মান, অগ্রগতি এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্নের বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রকৌশলী নুর আহম্মেদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারবৃন্দ। এ সময় নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রকল্পগুলোর বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

পরিদর্শন শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী প্রকল্পসমূহ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুসরণ করে কাজ সম্পাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Post a Comment

Previous Post Next Post