Top News

তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

 


খাদেমুল ইসলাম,

পঞ্চগড় জেলা প্রতিনিধি:


তেঁতুলিয়ায় বাংলাবান্দা জাতীয় মহাসড়কের তিরনই হাট পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহিরুল উপজেলার দরগাসিং গ্রামের মৃত আমের আলীর ছেলে। তিনি পাথর-বালু লোডিংয়ের শ্রমিক ছিলেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, জহিরুল ঘটনাস্থলের পাশে একটি ট্রাকে পাথর-বালু লোড করছিলেন। লোড শেষ হওয়ার পর ট্রাকটি মহাসড়কে তুলতে সহকারী হিসেবে রাস্তায় দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন তিনি। এ সময় বাংলাবান্ধার দিক থেকে আসা দ্রুতগতির পাথরবোঝাই আরেকটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।




পরে স্থানীয়রা চাপা দেয়া ট্রাকটি আটক করতে সক্ষম হলেও এর চালক পালিয়ে যান। গুরুতর আহত জহিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 এ ব্যাপারে বুধবার ৩ ডিসেম্বর সকালে 

তেঁতুলিয়া ভজনপুর  হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায়


এ ঘটনায় সড়ক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান হাইওয়ে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post