Top News

জয়পুরহাটে মধ্যরাতে ঘরে ঢুকে দুর্বৃত্তের হামলায় ফুফু নিহত, ভাতিজি হাসপাতালে চিকিৎসাধীন

 



মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার


জয়পুরহাটে মধ্যরাতে দুর্বত্তের হামলায় এক নারী নিহত, আপরজন আহত হয়েছে। জয়পুরহাট সদর উপজেলার 

চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে গতকাল( ২ ডিসেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটে।


নিহত হলেন নিহত ওই গ্রামের আব্দুল গফুর সরদারের ডিভোর্সী মেয়ে নুর নাহার (৪৫)। আর আহত হলেন মতিন সরদারের মেয়ে খাদিজা (১৫)। তারা সম্পর্কে ফুপু ও ভাতিজি। ফুপু ডিভোর্সী হলেও ভাতিজি একটি স্কুলের শিক্ষার্থী বলে জানাগেছে।


পুলিশ ও পরিবার সুত্রে জানাগেছে, সদরের চকবরকত ইউনিয়নের চিরলা সরদারপাড়া গ্রামে একই কক্ষে ঘুমিয়ে ছিল ফুফু, ভাতিজি গভীর রাতে দুর্বত্তরা ঘরে ঢুকে তাদের টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় এতে দুজনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে ফুফু নুর নাহার মারা যান। ভাতিজি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন ও গোয়েন্দা পুলিশের তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ঘটনায় এলাকায় রহস্যের সৃষ্টি হলেও ঘটনার প্রকৃত কারন বলতে পারেনি নিহতের পরিবার ও পুলিশ।

Post a Comment

Previous Post Next Post