Top News

জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেড অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত | Daily Bogra


মোঃ জাহিদুল ইসলামঃ

জয়পুরহাট চিনিকলের উদ্যোগে আয়োজিত অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের জচিক ট্রেনিং কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা।

 জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল ক্লাব, জচিক-এর সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী আকতার, সভাপতি, শ্রমিক কর্মচারী ইউনিয়ন জচিক এবং কার্যকরী সভাপতি, বিএসএফআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশন।

অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন মোঃ জায়েদ হোসেন, সাধারণ সম্পাদক, শ্রমিক কর্মচারী ইউনিয়ন জচিক ও সাধারণ সম্পাদক, বিএসএফআইসি শ্রমিক-কর্মচারী ফেডারেশন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম (প্রশাসন) হাবিবুর রহমান, জিএম (ফাইন্যান্স) মোঃ ইসতিয়াক হোসেন রাজিব, ডিজিএম (সম্প্রসারণ) কৃষিবিদ মোঃ আব্দুর রউফ, বিধান কুমার রায় উপ মহাব্যবস্থাপক (কারখানা), সহ-সভাপতি মিজানুর রহমান (সোহেল), সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম (জাদু), সাংগঠনিক সম্পাদক মোঃ জুবাইর পারভেজ (মুরাদ) ক্রীড়া সম্পাদক মোঃ আঃ কাদের, প্রচার সম্পাদক মোঃ আনিছুর রহমান, সাবেক সহ-সভাপতি মোঃ খলিলুর রহমানসহ চিনি কলের বিভিন্ন পর্যায়ের শ্রমিক-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন,

ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া কার্যক্রম কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, যা প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নে সহায়ক।

তিনি আরও বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শ্রমিক কর্মচারীদের মধ্যে উদ্দীপনা ও কর্মস্পৃহা বাড়ায় এবং ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী খেলোয়াড়, কর্মকর্তা-শ্রমিক কর্মচারী ও স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মরণীয় হয়ে ওঠে।

উল্লেখ্য, জেনারেল ক্লাব, জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেড নিয়মিতভাবে কর্মচারীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করে আসছে, যা প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Post a Comment

Previous Post Next Post