Top News

হাকিমপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

 


গোলাম রব্বানী 

স্টাফ রিপোর্টার  

দিনাজপুরের হাকিমপুর হিলিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

 দিবসটি পালনে রবিবার (১৪ ডিসেম্বর)  বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শফিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোছাঃ আরজেনা বেগম, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, হিলি প্রেসক্লাবে সভাপতি মোঃ গোলাম রব্বানী, ইসলামি ফাউন্ডেশনর সুপার ভাইজার, পল্লী উন্নয়ন অফিসার মোঃ গোলাম রব্বানী সহ অনেকে। 



অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার পারভীন লিপি ও মাহিদুল ইসলাম। 

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিনটি আমাদের গৌরবের দিন। লাখ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই দিন। ১৯৭১ সালে আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীরা পরিকল্পিত ভাবে এদেশের চিকিৎসক, শিক্ষক সহ বুদ্ধিজীবীদের হত্যা করে এই দেশটা মেধা শুন্য করতে চেয়েছিল। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। 

পরে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহণে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।


দিনাজপুর

Post a Comment

Previous Post Next Post