Top News

যথাযোগ্য মর্যাদায় জয়পুরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস পালিত

 







                        ১৪ ডিসেম্বর ২০২৫


মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে সকালে শহরের পাগলা দেওয়ান বধ্যভূমিতে এবং কড়ই কাদিরপুর বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় পাগলা দেওয়ান বধ্যভূমিতে এবং সকাল ১০টায় কড়ই কাদিরপুর বধ্যভূমিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলের বেদি দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর কড়ই কাদিরপুর বধ্যভূমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মিনা মাহমুদ।

এছাড়াও বক্তব্য রাখেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ডার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে দেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা এ দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। একই সঙ্গে জয়পুরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চল হানাদার মুক্ত হওয়ার এই দিনটি স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের পথকে সুগম করেছিল।

আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post