Top News

জয়পুরহাটে বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্রের উদ্বোধন | Daily Bogra

 


মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট পৌর এলাকার কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কড়ই কাদিরপুর এলাকায় পৌরসভার নির্মিত আধুনিক পয়ঃবর্জ্য স্যানিটারি ল্যান্ডফিলের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. রেজা, এসএনভি সংস্থার প্রকৌশলী সুমন আলী, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও উৎপাদনশীল করতে ইরাজ ভ্যানসার লিমিটেড এবং জয়পুরহাট পৌরসভা যৌথভাবে জৈব সার উৎপাদনের এ প্রকল্প বাস্তবায়ন করছে। কেন্দ্রটির শেড নির্মাণে সহায়তা করেছে আন্তর্জাতিক সংস্থা এসএনভি।

পৌর প্রশাসক নুরুল ইসলাম জানান, বর্জ্য থেকে সার উৎপাদন কেন্দ্রটি চালু হওয়ার ফলে একদিকে যেমন শহরের বর্জ্য ব্যবস্থাপনা আরও সুসংহত হবে, অন্যদিকে উৎপাদিত জৈব সার কৃষিখাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

স্থানীয় জনসাধারণ ও কৃষকদের জন্য এটি একটি টেকসই পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Post a Comment

Previous Post Next Post