মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ–০১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী, শিক্ষক ও সমাজনিষ্ঠ ব্যক্তিত্ব আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের ভোট-রাজনীতিতে নতুন সমীকরণ গড়ে তুলছেন। তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তা, স্থানীয় প্রভাব এবং মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকাকে ঘিরে তিনি আট দলীয় সমঝোতার আলোচনাতেও গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে এসেছেন বলে রাজনৈতিক মহলে মতামত তৈরি হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর থেকেই চার উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, জনসমর্থন বাড়ানো এবং নানামুখী সামাজিক উদ্যোগে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে সাধারণ মানুষ তাঁর প্রতি আস্থা প্রকাশ করছে। শিক্ষা খাতে অবদান, অতীতের মানবিক কার্যক্রম এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব তাঁকে একজন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত করেছে।
এলাকাজুড়ে ইসলামী আন্দোলনের তৃণমূল পর্যায়ের সক্রিয় প্রচারণা, প্রার্থীর সততা, বিনয়ী আচরণ ও ইতিবাচক ভাবমূর্তি তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। বিশেষ করে হাওরাঞ্চল ও সীমান্তবর্তী গ্রামগুলোতে ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে তাঁর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
স্থানীয় জনমতের একটি অংশ মনে করছে—বর্তমান রাজনৈতিক সমীকরণে আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরীকে ঘিরে একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। মাঠপর্যায়ের পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া বলছে, এ মুহূর্তে আলোচনার শীর্ষে থাকা তাঁর অবস্থান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ফলে সুনামগঞ্জ–০১ আসনকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষণও আরও তীব্র হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ আসনে আগের যেকোনো সময়ের তুলনায় সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় রয়েছে। আট দলীয় সমঝোতায় যদি আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলামের নাম আলোচনায় থাকে, তবে এবারের জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ–০১ আসনে নতুন চিত্র দেখা যেতে পারে।
তাঁদের ধারণা—আসন্ন নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জ–০১ আবারও দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।
১০.১২.২০২৫

Post a Comment