Top News

খুলনা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনাDaily Bogra

 



এম জালাল উদ্দীন:খুলনা জেলা প্রতিনিধি:

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে খুলনা জেলা পুলিশের আয়োজনে খুলনা জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশ পুলিশ। মহান মুক্তিযুদ্ধে যে সকল পুলিশ সদস্য সাহসিকতার সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদের জন্য আজ বাংলাদেশ পুলিশ গর্বিত। তিনি আরও বলেন, বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের পাশে সবসময় খুলনা জেলা পুলিশ থাকবে-এটাই আমাদের অঙ্গীকার।

আলোচনা সভায় উপস্থিত পুলিশ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) খুলনা শেখ ইমরান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনিসুজ্জামান, পিপিএম-সেবা প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্রসহ খুলনা জেলার বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পরিবারবর্গ।

Post a Comment

Previous Post Next Post