Top News

মোহনপুরে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া | Daily Bogra

 


মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধিঃ

রাজশাহীর মোহনপুরে গণ-অভ্যুত্থানের বীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামী এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 মোহনপুর উপজেলা চত্ত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জিএম আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী, সূরা ও কর্ম পরিষদ সদস্য রাজশাহী জেলা,নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা হাসান আলী,নায়েবে আমির বাংলাদেশ জামায়াত ইসলামী মোহনপুর উপজেলা ,আব্দুল গোফুর মৃধা,সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা , মাস্টার আব্দুল আজিজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যুব বিভাগ সভাপতি জামাতে ইসলামী মোহনপুর উপজেলা,শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক কেশর হাট বণিক সমেতি, শাহ জামাল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা, আবু বক্কর সিদ্দিক, সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহনপুর উপজেলা , ক্বারি হাবিবুর রহমান, সহ জামায়াতের কর্মীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখার বক্তারা শহীদ শরিফ ওসমান হাদির জীবন ও কর্মের উপর আলোচনা করেন এবং দেশের জন্য তার আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। আলোচনা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Post a Comment

Previous Post Next Post