Top News

সরিষাবাড়ীতে গৃহবধূ হত্যা

 



সরিষাবাড়ী, জামালপুর প্রতিনিধি:

জামালপুর সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার গৌরী শংকর (গণময়দান) সংলগ্ন এলাকায় বুধবার  (১০ ডিসেম্বর) ভোররাতে লিপি বেগম (৩২) নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করা হয়েছে । প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ঘরে চুরির উদ্দেশ্যে প্রবেশ করা চোরকে লিপি বেগম চিনে ফেলায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।


নিহত লিপি বেগম কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের দক্ষিণবাড়ীর মৃত আঃ কাদের মন্ডলের মেয়ে এবং পুলিশ সদস্য (এসআই) মহল উদ্দিন মন্ডলের স্ত্রী। ঘটনার সময় তার স্বামী দায়িত্ব জনিত কাজে বাইরে ছিলেন বলে জানা গেছে।


ভোরে স্থানীয়দের চিৎকারে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে লিপি বেগমের মরদেহ উদ্ধার করে। বাড়ির আলমারি ভাঙা ও ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় । উক্ত ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করে সরিষাবাড়ী পুলিশ তদন্ত শুরু করেছে ।


সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্ছু মিয়া  জানান, “এটি পরিকল্পিত হত্যা নাকি চুরির ঘটনা ধামাচাপা দিতে হত্যাকাণ্ড সহ সব দিক বিবেচনা করে তদন্ত চলছে। অপরাধীকে শনাক্তে আমরা আশাবাদী।”


ঘটনায় নিহতের পরিবার সহ সবাই শোকে নিস্তব্ধ । এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে । সর্বশেষ স্থানীয় , পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় , লিপি বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।


আল আমিন হাসান 

সরিষাবাড়ী জামালপুর প্রতিনিধি 

01917318992

11-12-2025

Post a Comment

Previous Post Next Post