Top News

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

 


খাদেমুল ইসলাম,

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবীণ শিক্ষক, কর্মচারী, স্কুল ভিত্তিক শ্রেষ্ঠ  শিক্ষকগণকে সংবর্ধনা প্রদানসহ বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার ১১ ডিসেম্বর  সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পর্যটনের বিনোদনকেন্দ্র ডাকবাংলোর ইকোপার্কে এ আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতির তেঁতুলিয়া উপজেলার শাখা। অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের পরিবার নিয়ে বনভোজন উৎসবে অংশ নেয়।


আয়োজন ঘিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ভজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শালবাহান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হীরাকান্ত রায়, বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরুল ইসলাম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। এ সময় উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। 


এ বিষয়ে তেতুলিয়া  শিক্ষক সমিতির সভাপতি মোঃ হারুন অব রশিদ 


 বলেন, শিক্ষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অত্যন্ত সফলভাবে আমরা তেতুলিয়া 

শিক্ষক সমিতির বার্ষিক বনভোজন ২০২৫ সম্পন্ন করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত সহকর্মীবৃন্দ তাদের পরিবার নিয়ে খুব উপভোগ্য সময় কাটিয়েছেন।তেতুলিয়া শিক্ষক সমিতি (বাশিস)সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক হোসেন

 বলেন, খুব চমৎকারভাবে সফল একটা বনভোজন সম্পন্ন করতে পেরেছি। আগামীতেও তেতুলিয়া শিক্ষক 

শিক্ষক সমিতি শিক্ষকদের পাশে থেকে এরকম কর্মকান্ড চালিয়ে যাবো।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক আতাউর রহমান মানিকসহ বিভিন্ন শিক্ষক ও শিল্পীবৃন্দ। উৎসব আনন্দে মুখরিত হয়ে উঠে শিক্ষক সমিতির বার্ষিক বনভোজনের আয়োজনটি।

Post a Comment

Previous Post Next Post