গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার:
উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের আওতাধীন ব্যাটালিয়ন গুলো গত এক মাসে (নভেম্বর) ৪৮ জন আসামীসহ প্রায় ৪ কোটি টাকার অধিক মূল্যের মাদক ও চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি বলে দিনাজপুর-৪২ বিজিবি সেক্টর কমান্ডার প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর কুঠিবাড়ি ৪২-বিজিবি অডিটোরিয়ামে ফুলবাড়ি-২৯ বিজিবির আয়োজনে সেক্টর কমান্ডারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন উত্তর পশ্চিম রিজিয়ন দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল ফয়সল হাসান।
এসময় প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান ফুলবাড়ি-২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এএম জাবের বিন জব্বার। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর- ৪২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান। এছাড়াও দিনাজপুর জেলা সদর, ফুলবাড়ি, হাকিমপুর হিলি ও জয়পুরহাট জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রংপুর রিজিয়নের আওতায় ১৬৬৮.৮৫৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়ন রয়েছে এসব সীমান্ত এলাকায়। গত নভেম্বর এক মাসে বিজিবির সদস্যরা এসব সীমান্ত এলাকা থেকে ৯৬৬ বোতল ফেনসিডিল, ১ হাজার বোতল বিদেশী মদ,৩ হাজার ৪শ ৬৯ পিচ ইয়াবা, ২২৮ কেজি গাঁজা,নেশা জাতীয় সিরাপ ২ হাজার ৫১ পিচ,মেটাডক্সিন ট্যাবলেট ৮ হাজার ৫শ ৯০ পিস,ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৭ হাজার ৯শ ৬৭ পিস ও ভারতীয় নেশা জাতীয় ইঞ্জেকশন ৫ হাজার ৭শ ৪৩ পিস জব্দ করে। এছাড়াও পুরুষ, নারী ও শিশু পাচারকারী চক্রের ভারতীয় একজন নাগরিক আটক সহ ৫ জন পুরুষ, ৩ জন ও ২ জন শিশু উদ্ধার করে আইনের আওতায় আনা হয়েছে।
এছাড়াও ৬ রাউন্ড গুলিসহ ৩টি বিদেশি ওয়ান শুটারগান ও ২.৩ কেজি গান পাউডার উদ্ধার করা হয়েছে। আটকৃত চোরাচালানী মালামালের মধ্য রয়েছে ভারতীয় প্রসাধনী সামগ্রী ১০ হাজার ২শ ৬০ পিস,বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ সামগ্রী ৬ হাজার ৮শ ৭৭ পিস,খাবার সামগ্রী ১ হাজার ৯শ ৩টি, ৯১ পিস ভারতীয় শাড়ী, ২ পিক লেহেঙ্গা, প্যান্টের কাপড় ৪ পিস, ৮২ পিস কম্বল, ৯০ পিস শাল চাদর, ৬৯৪ কেজি জিরা, ৭৬০ কেজি ধানের বীজ,১৫৪ কেজি চিনি, ১ হাজার ৭শ ৭৫ কেজি পেঁয়াজ, ১০১ কেজি আপেল, ১টি ট্রাক,৩টি ইজিবাইক, ইঞ্জিন চালিত ৬টি নৌকা, ২৫টি মোটরসাইকেল, ১৫টি বাইসাইকেল, ৬৬টি মোবাইল। এছাড়াও ভারতীয় ১১৫টি গরু,১৩টি মহিষ এবং ২টি ছাগল জব্দ করা হয়েছে। ইলিশ ধরা ও পাচার রোধ,জাল টাকা পাচার প্রতিরোধে বিজিবি টহল জোরদার অব্যহত রয়েছে।
সীমান্ত এলাকায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে বিজিবি-বিএসএফ পর্যায়ে ৪১৩ টি পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এই রিজিয়নের আওতায় নতুন করে আরো ৬টি বিওপি স্থাপন করা হয়েছে। সীমান্তের দায়িত্বের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি তারই ধারাবাহিকতায় গেলো ২৯শে নভেম্বর বিরল সীমান্ত এলাকায় ৩০০ জনের মাঝে শীত বস্ত্র (কম্বল) ও ১০০ শিশুকে শীতের পোশাক দেওয়া হয় এছাড়াও ৫০০ জন নারী পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ করা হয়। সীমান্তে জনসচেতনতা তৈরি করতে এক মাসে ২ হাজার ৫শ ৮৬টি জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি।
এরপর প্রেস ব্রিফিং শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্ন শুনেন এবং যথাযথ ভাবে সমস্যা সমাধানের আশ্বাস দেন দিনাজপুর-৪২ বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল ফয়সাল হাসান।
হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment