Top News

নওগাঁর মান্দায় ডাসকো ফাউন্ডেশনের ও গন উন্নয়ন আয়োজনে অদম্য নারী ২০২৫ পুরস্কারে ভূষিত হলেন ৫ নারী

 


উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ

 

 নওগাঁর মান্দা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মান্দা ও ডাসকো ফাউন্ডেশনের ও গন উন্নয়ন কেন্দ্র মান্দা, নওগাঁর সহযোগীতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মানববন্ধন। 


আজ মঙ্গলবার বেলা ১১ টায় মান্দা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর মান্দা, নওগাঁর আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশন ও গণ উন্নয়ন কেন্দ্র মান্দা, নওগাঁর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি,মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ৫ জন অদম্য নারীকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।


অদম্য নারীরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকাররী প্রমীলা রানী পাহান,শিক্ষা ও চাকুরী  ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী প্রীতি রানী,সফল জননী নারী মাহমুদা খানম,নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী মুক্তা রানী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এসব ক্যাটাগরিতে তাদেরকে পুরস্কারে ভূষিত করা হয়েছে।  


অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা রানী পাল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

নওগাঁ #

Post a Comment

Previous Post Next Post