Top News

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত

 



ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোনা)প্রতিনিধিঃ 

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় মঙ্গলবার নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস- ২০২৫ পালিত হয়েছে।উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ওড়ানো , মানববন্ধন ও আলোচনা সভা।


সকাল এগারটায়  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোছাঃ জিনিয়া জামান জাতীয় ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইকুল আরেফিন খান শাহান পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।


 মানববন্ধন, শোভাযাত্রা ও পরবর্তীতে বারহাট্টা অফিসার্স ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কৌশিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামান। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাজিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান  সহ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post