Top News

চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

 



'






চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা:

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে  দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (০৯ ডিসেম্বর)  সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।


সভায় দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলার সহকারী পরিচালক নূর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তু জোহরা, 


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী প্রমূখ। 


সে সময় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।


এর আগে জাতীয় সঙ্গীত, জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তলোন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা ও মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   


অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন। সভা শেষে দুর্নীতিবিরোধী অঙ্গীকার পাঠ ও শপথ গ্রহণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post