Top News

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 


মোঃ জাহিদুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি: ০২ ডিসেম্বর ২০২৫


বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শহরের ডাঃ আবুল কাশেম ময়দানে বিভিন্ন এতিমখানার কোমলমতি হাফেজদের নিয়ে এ মাহফিলের আয়োজন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিম।


দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসাইন। এতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম, থানা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার, জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


মাহফিল জুড়ে নেতাকর্মীদের মাঝে খালেদা জিয়ার সুস্থতা নিয়ে গভীর উদ্বেগের পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও কল্যাণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Post a Comment

Previous Post Next Post