Top News

কৃষকদলের নেতাকে মারপিট, সড়ক অবরোধ করে প্রতিবাদDaily bogra







পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলীকে মারপিটের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকদলের নেতাকর্মী ও এলাকাবাসী। রবিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পাঁচবিবি-কামদিয়া সড়কের শালাইপুর বাজারে এই সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। এসময় সড়কে টায়ার পুড়িয়ে প্রতিবাদ জানান।

বিক্ষোভে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শতশত নারী-পুরুষ। খবর পেয়ে পরে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বিক্ষোভে কৃষকদলের কুসুম্বা ইউনিয়নের সদস্য সচিব বলেন, কৃষকদলের ৯নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইউসুফের ওপর পরিকল্পিতভাবে মোস্তফা ও তাঁর ছেলে স্বেচ্ছাসেবকলীগের নেতা ময়নুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। এ ধরনের হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ এবং রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সন্ত্রাস ও দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

হামলায় আহত কুসুম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী বলেন, ছালাখুর গ্রামের আশ্রয়ণ প্রকল্পের মসজিদের মাহফিলের টাকা আত্মাসাতের ঘটনাকে কেন্দ্র করে মোস্তফা ও তাঁর ছেলে স্বেচ্ছাসেবকলীগের নেতা ময়নুলের সন্ত্রাসী বাহিনী আমাকে মেরে পা ভেঙে দিয়েছে। আমি মামলা করেছি কিন্তু প্রশাসন এখনো আসামীদের গ্রেপ্তার করেনি।

অভিযোগের বিষয়ে ছালাখুর গ্রামের মোস্তফার ছেলে ময়নুল ইসলাম মুঠোফোনে বলেন, মসজিদের টাকা আত্মসাতের ঘটনায় আমি কিংবা আমাদের পরিবার কোনো ভাবে সম্পৃক্ত নয়। আজকে যাঁরা আমাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে তাদের সঙ্গে আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে।

বিক্ষোভ চলাকালীন সময়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। "মোস্তফার গালে গালে, জুতা মারো তালে তালে, ময়নুলের গালে গালে, জুতা মারো তালে তালে, প্রশাসন গেল কই, জবাব চাই জবাব চাই, দোষীদের চামড়া তুলে নিব আমরা"।

পাঁচবিবি থানার ওসি তদন্ত মোঃ ইমায়েদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতিও দেন এই পুলিশের এই কর্মকর্তা।

Post a Comment

Previous Post Next Post