Top News

রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপন | Daily Bogra


রিয়াজুল হক সাগর, রংপুরঃ

ভ্যাট দিয়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে প্রতিপাদ্য করে বুধবার (১০ ডিসেম্বর) সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ, ২০২৫ উদযাপন উপলক্ষে আগামী চাষি রংপুর লিঃ, পূর্ব কামাল কাছনা, রংপুর এর কনফারেন্স হলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) ড. মোহাঃ আল আমিন প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল-রংপুর এর কর কমিশনার মোঃ আবু সাইদ সোহেল, প্রেসিডেন্ট, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এমদাদুল হোসেন, রংপুর; প্রেসিডেন্ট, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মোঃ গোলাম জাকারিয়া পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে ড. মোহাঃ আল আমিন প্রামানিক বলেন, ভ্যাট হলো অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের একটি সর্বোত্তম হাতিয়ার। তিনি সুষ্ঠু কর সংস্কৃতি ও ব্যবসা-বান্ধব ভ্যাট ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভ্যাট ব্যবস্থাপনাকে অনলাইনভিত্তিক করা এবং কাঠামোগত সংস্কারের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতি রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস বলেন, উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলো রাজস্ব। রাজস্ব আহরণে সকল অংশীজনকে সম্পৃক্ত করা এবং জাতিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করতে ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নের বিকল্প নেই। বর্তমানে সময় এসেছে নতুনভাবে স্বপ্ন দেখার, পুরোনো ঘুণে ধরা ব্যক্তিকেন্দ্রিক অচলায়তন ভেঙে সুশাসন, শুদ্ধাচার, ন্যায়ানুগ সমাজ ও পরিবেশ তৈরি করার।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোঃ খায়রুল কবির মিয়া, যুগ্ম কমিশনার মহিববুর রহমান ভূঞাসহ এ কমিশনারেটের আওতাধীন নানা শ্রেণির ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী, সংশ্লিস্ট দপ্তরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post