Top News

পাইকগাছায় পাখি শিকার রোধে বনবিবি’র লিফলেট বিতরণ চলমান | Daily Bogra

  


এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ

পাইকগাছায় পাখি শিকার রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন বনবিবি। বুধবার (১০ ডিসেম্বর) সকালে পাইকগাছা বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বনবিবি’র সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। এসময়ে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ রাজু আহমেদ সহ অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ফসলের ক্ষেতে পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে পাখি, তাই পাখিকে কৃষকের বন্ধু হিসেবে বিবেচনা করা হয়।

পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে তারা আরও জানান—১৯৭৪ সালের বন্যপ্রাণী রক্ষা আইন এবং ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে শাস্তি দ্বিগুণ হবে।

পরিবেশ কর্মীরা পাখি সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post