Top News

হাকিমপুরে সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি | Daily Bogra

 


আলী মুর্তজা সরকার হিলিঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাটডাউন কর্মসূচি পালন করেছেন। 

বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে তারা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের পেশাগত উন্নয়নসহ ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

উপজেলা প্রাথমিক সহকারী  শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা ও শিক্ষক নেতা প্রণব কুমার জানান, গত ৮ ও ১০ নভেম্বর ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সামনে আন্দোলনের সময় বহু শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং একজন সহকারী শিক্ষক মৃত্যুবরণ করেন। আন্দোলনের পর মন্ত্রণালয় তাদের দাবি নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় বাধ্য হয়ে আমরা আবারও মাঠে নেমেছি। 

প্রাথমিক শিক্ষকদের দাবি হলো সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান, দুটি টাইম-স্কেল চালু এবং শতভাগ পদোন্নতি নিশ্চিতসহ পদোন্নতির সুস্পষ্ট সুযোগ তৈরির মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত স্থিতিশীলতা আনা।

এসময় আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরব না। দাবি বাস্তবায়ন হলে আমরা দ্রুত বিদ্যালয়ে ফিরে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান স্বাভাবিক ভাবে শুরু করবো।

শাটডাউন কর্মসূচির কারণে হাকিমপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যত বন্ধ হয়ে গেছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষকরা আশা করছেন, দ্রুত প্রজ্ঞাপন জারি করে তাদের দাবি বাস্তবায়িত হবে।

আলী মুর্তজা সরকার 

হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post