Top News

বামপন্থী রাজনৈতিক দলগুলোর মিছিলে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে কটিয়াদীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত | Daily Bogra

 


মোহাম্মদ রুস্তম আলী,নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলায় পানগাঁও টার্মিনাল ইজারার চুক্তি বাতিল এবং নিউমুরিং ও পতেঙ্গা টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বামপন্থী রাজনৈতিক দলগুলোর মিছিলে পুলিশের লাঠিপেটার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

 স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশ বিরোধী চট্টগ্রাম বন্দর, টার্মিনাল ইজারার গোপন চুক্তি ও চক্রান্ত প্রতিরোধে,কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোটের যমুনা অভিমুখীন বিক্ষোভ কর্মসূচীতে হামলা ও নেতৃবৃন্দকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ শেষে পথ  সমাবেশ অনুষ্ঠিত হয়, শুক্রবার সন্ধ্যায় মানিক খালী রেলওয়ে  চত্বরে। 

এইসময়  কটিয়াদী উপজেলার কমিউনিস্ট পার্টির  সভাপতি সেলিম উদ্দিন খানের  সভাপতিত্ব 

 বক্তব্য রাখেন  কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি, আবদুর রহমান রুমি।

 কিশোরগঞ্জ জেলা  কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি  সৈয়দ  নজরুল ইসলাম,কটিয়াদী উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু সরকার ও

কটিয়াদি উপজেলার কমিটির সহ- সাধারণ সম্পাদক  শেখ জমশেদ। এই সভায়  উপস্থিত ছিলেন  নেতৃবৃন্দ  মুর্শেদ খান, (নতুন) , ফজলুর রহমান,  সামসু মিয়া,  আবু সিদ্দিক,  কুদ্দুছ ভূইয়া,  জামাল উদ্দিন প্রমুখ আরো উপস্থিত ছিলেন পার্টির সদস্য ও স্থানীয়  জনগণ।

Post a Comment

Previous Post Next Post