Top News

আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ..কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম | Daily Bogra

 


গোলাম রব্বানী হিলিঃ

আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশে আর কাউকে অন্যায় করতে দেওয়া হবে না। আগামীর নতুন বাংলাদেশে যদি কেউ আবারও লুটতরাজ, অন্যায় ও চাঁদাবাজি করতে চায় তাহলে শক্ত হাতে রুঁখে দিব ইনশাআল্লাহ! আমরা ন্যায়ের পক্ষে থাকবো সব সময়।আমাদের দেশ সম্ভাবনার বাংলাদেশ। আমাদের দেশের মানুষকে মানবসম্পদে পরিনত করতে পারলে বিশ্বের অনেক দেশের তুলনায় আমাদের দেশ এগিয়ে যাবে। আর সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছাত্র -যুবক সহ সকল নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম। 

আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে দিনাজপুর-৬ উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র-যুব-নাগরিক সমাবেশে প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রশিবির এর সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এসব মন্তব্য করেন তিনি। আজকের সমাবেশের মূল শ্লোগান ছিল 'চল একসাথে গড়ি বাংলাদেশ'।

এসময় ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম আরো বলেন, শেখ মুজিবের লুটতরাজের কারনে ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, দুর্ভিক্ষের সময় সোনার মুকুট মাথায় দিয়ে মুজিব পরিবারে বিয়ে হয়েছে। এ ছিল বাংলাদেশের স্বপ্ন ভঙ্গের অন্যতম কারন এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনা করেছে কেউ আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের প্রকৃত ভাগ্যের পরিবর্তন ঘটেনি।

এছাড়াও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম।

প্রধান অতিথি মাওলানা আনোয়ারুল ইসলাম বলেন, দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর) সবার মতামত প্রকাশ ও পরামর্শের জন্য আজ থেকে একটি গুগোল এ্যাপস চালু করা হলো। সেখানে যে কেউ মতামত ও পরামর্শ জানাতে পারবেন এবং আমরা আলোচনা ও পরামর্শ ভিত্তিক সে সব কাজ করবো ইনশাআল্লাহ! 

তিনি আরও বলেন, আপনাদের সমর্থনে আমি এমপি নির্বাচিত হতে পারলে চার থানার উন্নয়নে সর্বাত্মক কাজ করা হবে। এই আসনে নবাবগঞ্জ থানায় নতুন পৌরসভা গঠন করা হবে। চার থানার স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে নরমাল ডেলিভারির ব্যবস্থা করা হবে। যাতে করে আমাদের মা ও বোনদের কষ্ট করে সিজার করতে না হয়। শিক্ষিত বেকার ভাইদের টাকার বিনিময়ে চাকরি নিতে হবে না। যারা চাকুরী পাবে না আমরা পরামর্শ ভিত্তিক তাদের কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ! তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফ এর প্রতীক দাঁড়িপাল্লায় সবাইকে ভোট দেওয়ার আহবান জানান তিনি। 

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবির এর সাবেক সভাপতি রাজীবুর রহমান পলাশ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, দিনাজপুর জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি ড.মোহাদ্দেস এনামুল হক, হাকিমপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমীর আমিনুল ইসলাম সহ বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা জামায়াতের আমীর, সেক্রেটারি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

সমাবেশ শেষে বিরামপুরে ইতিহাস স্বরুপ বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

গোলাম রব্বানী 

স্টাফ রিপোর্টার  

০১৭৭৪১৯৮২৭২

Post a Comment

Previous Post Next Post