বিশ্বজিৎ চক্রবর্তীঃ
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সাজানপুর হাইস্কুল প্রাঙ্গনে দিনব্যাপী সাত শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাবেক উপমন্ত্রী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টুর সৌজন্যে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখা।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ড্যাবের আহব্বায়ক ডা. এম.এ মতিন, প্রফেসর ডা. মো: রফিকুল ইসলাম, প্রফেসর ডা. মো: আতিকুল ইসলাম, ডা. মো: আনোয়ার সাদাত, ডা. মো: আসলামুল ইসলাম রুদ্র, ডা. মো: সাখাওয়াত হোসেন সোহাগ, ডা. মো: মারুফ আল-জুররানী, ডা. মো: মেহেরাব হোসেন , ডা. মো: ইমরান, ডা. জেরিন আক্তার, ডা. মো: ফখরুল ইসলাম , ডা. দিপু, ডা. আলামিন।
এসময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ।

Post a Comment