Top News

পাইকগাছায় নাশকতা মামলার আসামিসহ তিনজন আটক | Daily Bogra


পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

পাইকগাছায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নাশকতা মামলার এক আসামিসহ আরও দুই পরোয়ানাভুক্ত আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত তিনজনকে শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার রাতে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার হরিঢালী ইউনিয়নের নগরশ্রীরামপুর গ্রামের মনোরঞ্জন দাসের ছেলে সুকান্ত কুমার দাস ওরফে মনা (৩৮) কে আটক করা হয়। তিনি পাইকগাছা থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। সংশ্লিষ্ট মামলার নম্বর ৬(৮)/২৪।

এছাড়া একই রাতে পৃথক অভিযানে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের কামরুল গাজীর ছেলে নাহিদ ইসলাম গাজী (১৯) এবং খড়িয়া গ্রামের আইজুল সানার ছেলে মো. জনি সানাকে পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় আটক করা হয়।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সকল আসামিকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post