জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে , ঢাকা প্রেসক্লাবের সামনে জয়পুরহাট জেলা কার্যনির্বাহী কমিটির বক্তব্য প্রদান করেন
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্টের প্রচার সম্পাদক ও জয়পুরহাট জেলা কার্যনির্বাহী কমিটির সভাপতি, মুফতি মাওঃ মোঃ আসাদুজ্জামান।
তিনি বলেন,১০ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস।আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট।
প্রতি বছর ১০ ডিসেম্বর এই দিনটি বিশ্বব্যাপী পালিত হয়, কারণ ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘ সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র (UDHR) গ্রহণ করে। এই ঘোষণাপত্র মানুষের মর্যাদা, স্বাধীনতা ও সমান অধিকারের একটি সর্বজনীন ভিত্তি স্থাপন করেছে।
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট বিশ্বাস করে—মানবাধিকার কোনো দয়া নয়, এটি মানুষের জন্মগত অধিকার। ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, রাজনৈতিক মতাদর্শ কিংবা আর্থসামাজিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার পাওয়ার দাবিদার।
মানবাধিকারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—জীবন ও নিরাপত্তার অধিকার।
ন্যায়বিচার ও আইনের আশ্রয় লাভের অধিকার।
মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা।শিক্ষা, চিকিৎসা ও মানবিক জীবনযাপনের অধিকার।নারী, শিশু, সংখ্যালঘু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সুরক্ষা।
বর্তমান বিশ্বে উন্নয়নের পাশাপাশি আমরা মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্রও প্রত্যক্ষ করছি। নারী ও শিশু নির্যাতন, সামাজিক বৈষম্য, বিচারহীনতা, দারিদ্র্য ও বঞ্চনা এখনো মানবাধিকার প্রতিষ্ঠার পথে বড় চ্যালেঞ্জ।
এই প্রেক্ষাপটে, দহ্মিন এশিয়া কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান ও বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান জনাব মোঃ আনন্দ মহল সরকার স্যারের পরামর্শ ও দিকনির্দেশনায় ,আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ ট্রাস্ট নিরলসভাবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে—
মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি।ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো ও সার্বিক সহায়তা।
মানবাধিকার শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা।
একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে অংশগ্রহণ সহ অন্যান্য।
মানবাধিকার প্রতিষ্ঠা কেবল রাষ্ট্রের একক দায়িত্ব নয়; এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব। পরিবার থেকে সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশাসন—সবখানেই মানবিক মূল্যবোধ চর্চা জরুরি।
এসময় আরও উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) দহ্মিন এশিয়া কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান ও বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান জনাব মোঃ আনন্দ মহল সরকার, চিত্রনায়ক তুহিন খান। জয়পুরহাট জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেনসহ অন্যান্য মানবাধিকার কর্মী বৃন্দ, গনমাধ্যম কর্মী বৃন্দ সহ, প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল গন।

Post a Comment