Top News

জয়পুরহাটে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক সাকিবের বিরুদ্ধে মামলা

 


মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার:


জয়পুরহাটের কালাইয়ে এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উঠেছে কলেজ শিক্ষক তানজির আহমদে সাকিবের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১ ডিসেম্বর) ভুক্তভোগি ওই নারী জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। গত ১৫ নভেম্বর উপজেলার মোসলেমগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।


তানজির আহমেদ সাকিব কালাই উপজেলার তেলিহার গ্রামের আফতাব হোসেনের ছেলে। তিনি জেলার ক্ষেতলাল সরকারি সাঈদ আলতাফুন্নেছা কলেজের প্রভাষক।


মামলার বিবরণে জানা গেছে, তানজির আহমদে সাকিব শিক্ষকতার পাশাপাশি মোসলেমগঞ্জ বাজারে ঔষধের ফার্মেসীর দোকানে ঔষধ বিক্রি করাসহ পল্লী চিকিৎসকের কাজ করেন। গত ১৫ নভেম্বর মান্দাই গ্রামের এক গৃহবধু ঔষধ নিতে ও পেশার মাপার জন্য আসামীর ঔষধের দোকানে গেলে আসামী বাদীনিকে পেশার মাপার জন্য দোকানের ভিতরে চেম্বারে গিয়ে বসিতে বলে। এরপর দোকানের শার্টার নামিয়ে দিয়ে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তানজির আহমদে সাকিব পালিয়ে যায়। এ ঘটনায় বিচার চেয়ে তিনি জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন।


জয়পুরহাট জজ কোর্টের আইনজীবি এফ.এম মনজুরুল বারী বলেন, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।


এদিকে, পতিত আওয়ামী সরকারের সময় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাচনের ২০দিন পর একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় তানজির আহমেদ সাকিবকে শোকজ করা হয়েছিল। এছাড়া তেলিহার কৃষি উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের ফাঁকি দিয়ে সাধারন সম্পাদক তানজির আহমেদ শাকিব টেন্ডার ছাড়াই সরকারি রাস্তার ১২৬৫টি ইউক্যালিপটাস গাছ কেটে বিক্রি করার সময় স্থানীয়রা প্রশাসনকে জানালে প্রশাসন গাছ কাটা বন্ধ হয়। 


অপরদিকে, জন্মের আগেই কোবলা দলিল মূলে জমির মালিক হয়েছেন তানজির আহমেদ সাকিব। আবার সেই জমি অন্যের নিকট বিক্রির ২৭ বছর পর নাবালক সেজে মালিক বলেও দাবীদার তিনি। দখল নিয়ে মারপিটের ঘটনায় মামলা ও স্থানীয়দের দরবার-শালিসও মানেননা তিনি। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের পর নাশকতার পরিকল্পনার মামলা রয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থেকে কলেজে চাকরি নেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post