Top News

পাইকগাছায় নবাগত ওসি মোঃ গোলাম কিবরিয়ার সাথে শিক্ষক নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

 



পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়ার সাথে পাইকগাছা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ওসি মোঃ গোলাম কিবরিয়ার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। এছাড়া পাইকগাছা উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এমএম মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক বাবু দীপক কুমার সরকার, যুগ্ম সম্পাদক মোঃ বাবর আলী গোলদার, সাংগঠনিক সম্পাদক বাবু সুব্রত কুমার সানা, কোষাধ্যক্ষ মোঃ খায়রুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ আব্দুস সালাম এবং প্রধান শিক্ষক বাবু সমরেশ ঢালী উপস্থিত ছিলেন।


সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষক নেতৃবৃন্দ নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post