Top News

পঞ্চগড়ে ট্রাকচাপায় আটোয়ারীর প্রসেস সার্ভেয়ারের মৃত্যু

 


খাদেমুল ইসলাম,

পঞ্চগড় জেলা প্রতিনিধি: 


পঞ্চগড়ে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পঞ্চগড় শহরের করতোয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।


নিহত আনোয়ারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় জেলার আটোয়ারী উপজেলায় প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে আটোয়ারীর উদ্দেশে রওনা হন আনোয়ারুল। করতোয়া সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তিনি সড়কে পড়ে যান। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাক ও ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে।


 তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। 

এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

Post a Comment

Previous Post Next Post