Top News

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনতার মতামত কি

 







মো: গোলাম কিবরিয়া

রাজশাহীর জেলা প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।  এই নির্বাচন ঘিরেই তৈরি হয়েছে , একটা উৎসব মুখর পরিবেশ। গণতান্ত্রিক দলগুলো এই নির্বাচন এ অংশগ্রহণ করবে । প্রার্থী তার পছন্দের ব্যক্তি কে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন । 

রাজশাহীর রেলষ্টেশন এলাকায় সরেজমিন এ যেয়ে , তৃণমূল পর্যায়ের মানুষ এর সাথে কথা হয় । তাদের মতামত তুলে ধরেন।  আরানী থেকে আসমত নামের একজন বাদাম বিক্রাতার সাথে কথা হয় ।প্রতিদিন সকালে বাদাম বিক্রির জন্য আসে , রাজশাহীর রেল ইষ্টেশনে , এই ব্যক্তি । সারাদিন বাদাম বিক্রি করেই , জীবন চলে তার। সন্ধ্যার সময় রেলে উঠে বাড়ী যায় । আসমতের কথা , আমরা একটা অবাধ সুষ্ঠ নির্বাচন চাই।  গণতন্ত্র   বিজয় দেখতে চাই।  আর কোন সৈরাচার যেন আমাদের দেশে না আসে । 

একজন রিকশা চালক , অপেক্ষা করছিলো রেল ইষ্টেষনে র সামনে , কথা হলো তার সাথে , সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় । আগামী ১২ ফেব্রুয়ারি তার কাছে একটি স্মরণীয় দিন বলে মনে করেন।

Post a Comment

Previous Post Next Post