Top News

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামিসহ আটক-৩

 



পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মোট তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের রবিবার (২১ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, রবিবার এসআই মল্লিক আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দেলুটি ইউনিয়নের মধুখালি গ্রামে অভিযান চালিয়ে অমল কৃষ্ণ বৈরাগীর ছেলে প্রশান্ত বৈরাগীকে আটক করেন। তিনি দেড় মাসের সাজাপ্রাপ্ত আসামি এবং তার বিরুদ্ধে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা জরিমানার আদেশ রয়েছে।

এছাড়াও শনিবার রাতে পৃথক অভিযানে উপজেলার বিরাশি গ্রামের শাহজাহান মোড়লের ছেলে মো. মোবারক মোড়ল এবং গদাইপুর ইউনিয়নের মৃত সাকাত সরদারের ছেলে মো. সাহেব আলী সরদারকে গ্রেফতার করা হয়। তারা উভয়েই পরোয়ানাভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, আটককৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে রবিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post