Top News

চিরিরবন্দরের কৃতি সন্তান জান্নাতুল ফেরদৌস হ্যাপির ময়মনসিংহ সদর ইউএনও হিসেবে যোগদান

 




মো: সাব্বির হোসেন

 চিরিরবন্দর উপজেলা প্রতিনিধি:

চিরিরবন্দর উপজেলার ইউসুফপুর ইউনিয়নের নওখৈড় গ্রামের সন্তান এবং চিরিরবন্দরের কৃতি সন্তান জান্নাতুল ফেরদৌস হ্যাপি ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সাম্প্রতিক সময়ে প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা হিসেবে ময়মনসিংহ সদর উপজেলায় যোগদান করেন তিনি। তার এই সাফল্যে নিজ এলাকা চিরিরবন্দর উপজেলার ইউসুফপুর ইউনিয়নসহ সর্বস্তরের মানুষ গর্বিত ও আনন্দিত।

স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী জানান, জান্নাতুল ফেরদৌস হ্যাপির এ অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও দেশসেবায় সফলতা কামনা করেন।

উল্লেখ্য, সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে প্রশাসনিক দায়িত্ব পালনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন।

Post a Comment

Previous Post Next Post