Top News

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া ও মাহফিল



মোঃ জাহিদুল ইসলাম,জয়পুরহাট প্রতিনিধিঃ 

৫ ডিসেম্বর ২০২৫


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন 

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাট সম্মানিত শ্রমিক ফেডারেশনের আয়োজনে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার  (০৫ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট শহরের ধানমন্ডি  এলাকার পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহ্বায়ক ও জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ ওহাব,জয়পুরহাট শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মর্তুজা শিপলু,জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ আব্দুল মতিন,জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও শ্রমিক নেতারা ।

Post a Comment

Previous Post Next Post