Top News

দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক খুলনা-৬ গড়তে চাই: মাওঃ আবুল কালাম আজাদ

 


পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।


শনিবার চাঁদখালী ইউনিয়নের ১, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি বলেন, আগামী নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় আপনার মূল্যবান ভোট প্রদান করুন। আপনার ভোটে আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক খুলনা-৬ গড়ে উঠবে ইনশা আল্লাহ। দাঁড়িপাল্লার বার্তা ঘরে ঘরে পৌঁছে গেছে।


প্রচারণা চলাকালে তিনি চাঁদখালী ইউনিয়নের উড়াবুনিয়ায় এক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করেন।


এ সময় জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, ইউনিয়ন আমীর মাওলানা রবিউল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা খয়বর হোসেনসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post