Top News

পাইকগাছায় আউটসোর্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে- ইউএনও ওয়াসিউজ্জামান

 



পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:


পাইকগাছায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয় আয়োজিত আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং বিষয়ক চলমান ১০ দিন মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী।


সোমবার(৮ ডিসেম্বর) তিনি সরেজমিনে প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রশিক্ষণের মান নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর মোড়ল এবং প্রশিক্ষক উপস্থিত ছিলেন।


প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI) ব্যবহার করে ডিজিটাল মার্কেটিংয়ের বাস্তব প্রয়োগ সম্পর্কে কেস স্টাডিয়ের মাধ্যমে ধারণা দেওয়া হয়।


প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বর্তমান যুগের প্রযুক্তিনির্ভর বাজারে নিজেদের দক্ষতা আরও বৃদ্ধি করতে সক্ষম হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Post a Comment

Previous Post Next Post