Top News

গোপালপুরের ডুবাইল কালীবাড়ি কালী মন্দিরের কমিটি পরিচিতি, সাব-কমিটি গঠন ও অবকাঠামো উন্নয়নসহ কালীপূজা উদযাপনের অঙ্গীকার

 


-বিশ্বজিৎ চক্রবর্তী, 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দিরের কমিটি পরিচিতি, সাব-কমিটি গঠনসহ সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। 

এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটকের সভাপতিত্বে রবিবার (৭ ডিসেম্বর ) ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দির প্রাঙ্গণে নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠান ও সাব-কমিটি গঠন করা হয়। অত্র এলাকার হিন্দু জনসাধারণ ও সাবেক কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে নিন্টুকে সভাপতি ও গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালীমন্দিরটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ৭ গ্রামের সনাতনী হিন্দু সম্প্রদায়ের পূজা-অর্চনার জন্য প্রাচীনকালে প্রতিষ্ঠিত একটি ধর্মীয় উপাসনালয়।মিটিং-এ উপস্থিত সকলের উদ্দেশ্যে নবগঠিত

কমিটির সভাপতি অভিজিৎ দে নিন্টু ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, - " আমাদের এই নবগঠিত কমিটির উপর আপনারা বিশ্বাস ও আস্থা রাখবেন। আপনারা সকলে আমাদের পাশে থাকলে আমরা অবশ্যই মন্দিরের সার্বিক উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে পারবো। কমিটির সকলকে সাথে নিয়ে এই ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দিরটির সংস্কার কাজ সম্পাদন ও অবকাঠামোগত সার্বিক উন্নয়নে আমরা যথাযথ ভূমিকা রাখবো। সকল হিংসা-বিভেদ ভুলে আপনারা সকলে একতাবদ্ধ থেকে আমাদের এই নবগঠিত কমিটিকে সহযোগিতা করলে মন্দিরটির দৃশ্যমান উন্নয়ন অবশ্যই সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস।"


উল্লেখ্য : আগামী ১৩ জানুয়ারি ২৮ পৌষ মঙ্গলবার ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালীমন্দিরে কালীপূজা উদযাপন করা হবে। 


ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দিরের কমিটি পরিচিতি:


সভাপতি : অভিজিৎ দে নিন্টু, সিনিয়র সহ-সভাপতি : প্রলয় কুন্ডু, সহ-সভাপতি : শ্রীকৃষ্ণ দেবনাথ, প্রদীপ্ত কৃষ্ণ ঘটক (রতন), এডভোকেট জীতেন্দ্র চন্দ্র শীল, খোকন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক : বিশ্বজিৎ চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক : আনন্দ আর্য্য, রতন চন্দ্র পাল, প্রনব কুমার পাল (রিপন), নীল কমল মন্ডল, দেবরাজ ঘটক (শান্ত), সাংগঠনিক সম্পাদক : প্রহ্লাদ চন্দ্র আর্য্য, সহ-সাংগঠনিক সম্পাদক : বিমল চন্দ্র রায়, সঞ্জিত পাল (ছোটন), কোষাধ্যক্ষ : ঝিনুক আর্য্য, সহ-কোষাধ্যক্ষ : বিপ্লব সরকার, গৌর দেবনাথ, অমল চন্দ্র আর্য্য, দপ্তর সম্পাদক : ভক্ত চন্দ্র পাল, সহ-দপ্তর সম্পাদক : বিমল চন্দ্র দাস, আনন্দ চন্দ্র শীল, সমাজ কল্যাণ সম্পাদক : সুমন দেবনাথ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক : পীযুষ দেবনাথ, অজিত দেবনাথ, তথ্য ও গবেষণা সম্পাদক : ভজন চন্দ্র সেন, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক : সাগর ঘটক, সুব্রত কুমার পাল, ধর্ম বিষয়ক সম্পাদক : রবীন্দ্র চক্রবর্তী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক : অলক গোশ্বামী, দেবজিৎ ঘটক (প্রান্ত), সাংস্কৃতিক সম্পাদক : অখিল সরকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক : প্রদীপ দেবনাথ, লিটন পাল, মহিলা বিষয়ক সম্পাদক : মুক্তি ঘটক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক : সবিতা ঘটক, প্রচার সম্পাদক : বাপন চন্দ্র আর্য্য, সহ প্রচার সম্পাদক : অদ্বৈত্য চন্দ্র পাল, বিষ্ণু চন্দ্র পাল, ধীরেন্দ্র চন্দ্র পাল (নরেন), 


কার্যকরী সদস্য : অতুল চন্দ্র শীল, সুধীন্দ্র চন্দ শ্যামল, অনিল সরকার, প্রশান্ত দে (লিখন), নিবারণ দেবনাথ, অমূল্য চক্রবর্তী, বিপ্লব দেবনাথ, এডভোকেট দুলাল চন্দ্র শীল, শ্যামল চন্দ্র দাস, অবিনাশ চক্রবর্তী, সাধন মোহন্ত, ঈশ্বর চন্দ্র দাস, গনেশ চন্দ্র পাল, নারায়ন পাল, ইন্দ্রজিৎ চক্রবর্তী (সেতু), ছুতু মজুমদার, মৃদুল দেবনাথ, প্রভাত গোশ্বামী, রীতোশ দেবনাথ, প্রকাশ দেবনাথ, শ্যামল চন্দ্র চন্দ, মানিক চক্রবর্তী, প্রমিত পাল, সোমনাথ কুন্ডু, টোটন জোয়ার্দ্দার, কার্ত্তিক পাল, বিজয় চন্দ্র দাস, অর্জুন চন্দ্র দাস, মধুসুদন দাস, সুনিল মজুমদার, রমেশ চন্দ্র দাস, কৃষ্ণ চন্দ্র দাস, যতন সূত্রধর, গোবিন্দ রাজবংশী, অর্পণ চন্দ্র ঘটক, দিপক আর্য্য (ছিন্টু), সুনিল পাল, দিলিপ রাজবংশী, রথীন্দ্র তিলকদাস, প্রহ্লাদ চন্দ্র পাল, শোভন চন্দ্র পাল, হৃদয় চন্দ্র শীল, নিমাই চন্দ্র পাল , অনন্ত চন্দ্র শীল।


উপদেষ্টা মন্ডলী : 


এডভোকেট গোবিন্দ চন্দ্র ঘটক, চিত্ত রঞ্জন সাহা, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, প্রবীর চন্দ্র চন্দ, অধ্যাপক রাধেশ্যাম বসাক, অজিত কুমার পাল (বাবলু), দিলিপ কুন্ডু, হিমাদ্রি কুমার চন্দ, সুকুমার ভট্টাচার্য (বাবু), প্রতাপ কর্মকার, কিশোর দেব

 (মানিক), দিলিপ কর্মকার, ডা: বিদ্যুৎ দেবনাথ, সুভাষ কুন্ডু, মিন্টু চন্দ্র গৌড়, নিত্যানন্দ পাল, অধ্যাপক উদয় পাল, ভজন আর্য্য, রঘুনাথ পাল, গনেশ চন্দ্র পাল, ডা: সুব্রত পাল, গৌতম ঘটক, ডা: প্রিতম সরকার, ডা: প্রসেনজিৎ পাল (সাগর), ডা: অমৃত দেবনাথ, বাসুদেব পাল, রামকৃষ্ণ সাহা।


এছাড়াও ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালীমন্দিরের আসন্ন কালীমাতার পূজা সুষ্টু, সুন্দর, সুশৃঙ্খল ও সাফল্যজনক ভাবে সু-সম্পন্ন করার লক্ষ্যে একটি সাব-কমিটি গঠন করা হয়। 


সাব-কমিটি :


প্রদীপ্ত কৃষ্ণ ঘটক (রতন), শ্রীকৃষ্ণ দেবনাথ, আনন্দ আর্য্য, রতন পাল, রবীন্দ্র চক্রবর্তী, অমূল্য চক্রবর্তী, খোকন পাল, সঞ্জিৎ চন্দ্র পাল (ছোটন), নিবারণ দেবনাথ, প্রদীপ দেবনাথ, অখিল সরকার, নীল কমল মন্ডল, বিপ্লব সরকার, দেবরাজ ঘটক (শান্ত), নারায়ন চন্দ্র পাল, বিষ্ণু পাল, প্রহ্লাদ আর্য্য, অমল চন্দ্র আর্য্য, ভক্ত চন্দ্র পাল, গৌর দেবনাথ, ধীরেন চন্দ্র পাল (নরেন), মধুসূদন দাস, বিজয় চন্দ্র দাস, প্রহ্লাদ চন্দ্র পাল, সজীব পাল, শোভন চন্দ্র পাল, নিমাই চন্দ্র পাল, সুব্রত পাল, শোভন চন্দ্র পাল, সুজন দেবনাথ, অজিত দেবনাথ, প্রভাত গোশ্বামী, যতন সূত্রধর, আকাশ চক্রবর্তী, বাদল আর্য্য (পল্টু)।


এই সাব-কমিটি ডুবাইল কালীবাড়ি শ্রীশ্রী আদ্যাশক্তি কালী মন্দিরের মূল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সমন্বয় সাধন করে পূজা উদযাপন সংক্রান্ত তাদের উপর সার্বিক অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করবেন।

Post a Comment

Previous Post Next Post