Top News

হাকিমপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

 









আলী মুর্তজা সরকার, হিলি, দিনাজপুর প্রতিনিধি:

"নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে  ঐক্যবদ্ধ হই " এই প্রতিপাদ্যের আলোকে দিনাজপুরের হাকিমপুর হিলিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস এবং অদ্যম নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এই দিবস পালিত হয়। 

আলোচনা সভায় উপস্থিত হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ সাব্বির হোসেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, মেডিকেল অফিসার,পল্লী উন্নয়ন অফিসার গোলাম রব্বানী,পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাহিরুল ইসলাম,আনসার ভিডিপি অফিসার, একাডেমিক সুপারভাইজার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ আশরাফুল ইসলাম সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। 

আলোচনা সভা শেষে তিন জন অদ্যম নারী কে সংবর্ধনা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। 

আলী মুর্তজা সরকার 

হিলি, দিনাজপুর প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post