Top News

নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় গোয়েন্দার বিশেষ অভিযানে মাদক সহ ৪ জন গ্রেফতার

 


উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ:

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলামের নির্দেশনা জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর  মাদক বিরোধী পৃথক পৃথক পৃথক তিনটি  অভিযানে আজ ০৩-১২-২৫ তারিখ রাতে চারজন আসামি মাদকসহ গ্রেফতার করা হয়। 


১.) ১০. ১৫ ঘটিকায় নওগাঁ সদর থাধীন  হাট নওগা এলাকা থেকে আসামি ১ বিলাল (৩৮) পিতা আ: জব্বার সাং হাট নওগা থানা জেলা নওগা তার সহায়তা কারী ২।  সাফিউর (৩৩) পিতা বজলু 

সাং চকদেব পাড়া থানা জেলা নওগাঁ দের হেফাযত হতে ১০০ পিছ এম্পল ইনজেকশন উদ্ধার করা হয়


 ২)অপর অভিযানে নওগাঁ সদর থানাধীন চকমুক্তার এলাকা থেকে ২০ পিচ ইয়াবা সহ আসামি দুখু মিয়া (৩৫) পিতা আজিজার সাং চক মুক্তার 

থানা জেলা কে গ্রেফতার করা হয়।  

৩) তিন নম্বর অভিযানে   নওগা জেলার মান্দাধীন চক মুনসুব এলাকা থেকে ১০ গ্রাম হেরোইন সহ আসামি  তাইফুল ইসলাম (৩৯) পিতা আবুল কাশেম সাং চক মুন সুব থানা মান্দা জেলা নওগাঁ  কে গ্রেফতার করা হয়।


এ প্রসঙ্গে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম বলেন মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান জোরদার করা হবে। তিনি মাদক নির্মূলে সাধারণ জনগণের সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নওগাঁ #

Post a Comment

Previous Post Next Post