Top News

জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে পুকুরের মাটি উত্তোলন,৫০ হাজার টাকা অর্থদণ্ড

 



জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার,

জয়পুরহাটের কালাই উপজেলায় অবৈধভাবে পুকুরে মাটি কেটে বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্টের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। 

বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে কালাই থানার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা’র নেতৃত্বে জিন্দারপুর ইউনিয়নের ঘাটুরিয়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়।



অভিযান চলাকালে ঘাটুরিয়া গ্রামের আজিমদ্দিনের ছেলে এমদাদুল হক (৪৯) পুকুর খনন করে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির দায়ে দণ্ডিত হন। পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের কারণে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা বলেন, “পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। অবৈধ মাটিকাটাসহ পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, জনস্বার্থে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post