Top News

টাঙ্গাইলের গোপালপুর কেন্দ্রীয় মন্দিরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা

 


-বিশ্বজিৎ চক্রবর্তী 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :


টাঙ্গাইল জেলার নন্দনপুর-গোপালপুর শ্রীশ্রী আনন্দময়ী দেব মন্দিরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

রবিবার (৩০ নভেম্বর ) টাঙ্গাইলের গোপালপুরে নন্দনপুর-গোপালপুর শ্রীশ্রী আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গনে মন্দিরের সভাপতি বাবু চিত্ত রঞ্জন সাহার সভাপতিত্বে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতিতে এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

মন্দির প্রাঙ্গনে বিশেষ প্রার্থনায় উপস্থিত ছিলেন নন্দনপুর-গোপালপুর শ্রীশ্রী আনন্দময়ী দেব  

মন্দিরের সভাপতি চিত্ত রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক দিলিপ কুন্ডু,সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার পাল বাবলু, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি প্রবীর চন্দ্র চন্দ, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার (সোনালী ব্যাংক) হিমাদ্রি কুমার চন্দ,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিৎ দে নিন্টু,সাধারণ সম্পাদক প্রলয় কুন্ডু, সুভাষ পাল,প্রদীপ পাল, রনজিৎ ঘোষ,স্বপন পাল, রাধাকান্ত পাল, গনেশ চন্দ্র পাল, রামকৃষ্ণ সাহা, বাঁধন সাহা প্রমূখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয়,বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post