উজ্জ্বল কুমার সরকার, নওগাঁঃ
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক দিনের ব্যবধানে তিনটি পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আট জনকে মাদকসহ আটক করেছে। শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) রাতজুড়ে জেলার মান্দা, নওগাঁ পৌর এলাকা ও ঢাকা বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে রাত ৯টা ৩০ মিনিটে মান্দা থানার কবুলপুর গ্রামে এমদাদের বাড়ির সামনে থেকে ১ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ সুজন (৪০) কে গ্রেফতার করা হয়। দ্বিতীয় অভিযানটি রাত ১০টা ১০ মিনিটে নওগাঁ পৌরসভার শাফিন ফিলিং স্টেশনের সামনে পরিচালিত হয়। সেখানে ১৫ পিস ইয়াবাসহ ফয়সাল (২৭) ও তার সহযোগী তরিকুল (৩৬) কে আটক করে ডিবি পুলিশ।
এরপর রাত ১০টা ৪০ মিনিটে পরিচালিত তৃতীয় ও বৃহত্তম অভিযানে নওগাঁ বাসস্ট্যান্ডসংলগ্ন হোটেল অবকাশের ৪০৬ নম্বর কক্ষ থেকে ৬০ পিস ইয়াবা ও সেবন সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে আবু সাইদ (৩১), সোহেল (৩২), প্রকাশ রাজ বংশী (৩২), জাকির (৩২) ও রিপন (৩২) — মোট পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রতিটি ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান— নওগাঁ জেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে, এবং সামনে আরও জোরদার অভিযান চলবে।
নওগাঁ #

Post a Comment