Top News

জয়পুরহাটের তিন উপজেলায় নারী ইউএনওর যোগদান

 



জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার,

জয়পুরহাটের তিনটি উপজেলা কালাই, ক্ষেতলাল এবং আক্কেলপুরে নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) যোগদান করেছেন। তিন উপজেলায় ইউএনও’র দায়িত্ব নেওয়া তিনজনই নারী কর্মকর্তা। সোমবার (৮ ডিসেম্বর) তারা এসব উপজেলায় যোগদান করেন। এসময় সেখানকার ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্বে থাকা কর্মকর্তারা তাদের শুভেচ্ছা জানান।


একই দিনে যোগদান করা তিন নারী ইউএনও হলেন- কালাই উপজেলায় শামীম আরা, ক্ষেতলাল উপজেলায় সানজিদা চৌধুরী এবং আক্কেলপুর উপজেলায় ফারজানা জান্নাত।


কালাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন শামীম আরা। তিনি ৩৬তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সহকারী কমিশনার হিসেবে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর দীর্ঘদিন তিনি বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন। সর্বশেষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।


৩৬ তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারের আরেক কর্মকর্তা সানজিদা চৌধুরী যোগদান করেছেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে। তিনি ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


এছাড়া আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) দায়িত্ব নিয়েছেন ৩৫তম বিসিএস-এর প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফারজানা জান্নাত। তিনি ২০১৭ সালের ২ মে চাকরিতে যোগদান করেন এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব শুরু করেন। আক্কেলপুরে বদলি হওয়ার আগে তিনি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। 


প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১ ডিসেম্বর দেশের ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগের অংশ হিসেবে এদিন রাজশাহী বিভাগে ১৪ জন নতুন ইউএনও নিয়োগ পান। এই তিন নারী কর্মকর্তা সেই নিয়োগের আওতায় জয়পুরহাটের তিনটি উপজেলার দায়িত্বভার গ্রহণ করলেন।

Post a Comment

Previous Post Next Post