Top News

বারহাট্টায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 



ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধিঃ 

নেত্রকোণার বারহাট্টায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্ব ও সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার কামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়দুল্লাহ খান, উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জিয়াউল হক, বারহাট্টা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম আযম, বারহাট্টা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহম্মেদ কমল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্কাছ আলী, সহ-সভাপতি আরিফ উল্লাহ সোহেল, বারহাট্টা থানার এস.আই শহিদুল ইসলাম, সাবেক বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, বারহাট্টা সি.কে.পি. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমদাদুল হক খান, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলাম, ছাত্র দলের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post