জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে আমতলী মোড় প্রদক্ষিণ করে পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি তারেক হোসেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।
নেতৃবৃন্দরা আরো বলেন, এক ওসমান হাদীকে হত্যার চেষ্টা করে বিপ্লবীদের দমিয়ে রাখা যাবে না, লক্ষ লক্ষ ওসমান হাদী বাংলাদেশের আনাছে কানাছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তবুও আধিপত্যবাদীদের সাথে কোন আপোষ করবে না। কর্মীরা সব সময় ন্যায় ও আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে দৃঢ় থাকবে।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন—জেলা সেক্রেটারি আশরাফুল ইসলাম, জেলা অফিস সম্পাদক তারেক ইসলাম, জেলা অর্থ সম্পাদক মোর্শেদুল ইসলাম, জেলা সাহিত্য সম্পাদক ইসমাইল হোসেন, জেলা এআরডি সম্পাদক ফরহাদ হোসেন ও জেলা দাওয়াহ সম্পাদক নাহিদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Post a Comment