তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি:
মাগুরায় আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর টানা গেরিলা আক্রমণ ও মিত্রবাহিনীর বিমান হামলার মুখে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণে বাধ্য হয় এবং মাগুরা সম্পূর্ণভাবে মুক্ত হয়।
ঐতিহাসিক ০৭ ডিসেম্বরের এই দিন সকালে শ্রীপুর আঞ্চলিক বাহিনী বর্তমান চৌরঙ্গী মোড়স্থ পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রথমবারের মতো বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করে। মুহূর্তেই শহরের আকাশে উড়তে থাকে মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা।
দিবসটির গুরুত্ব স্মরণে রবিবার ৭ ডিসেম্বর সকাল ১০টায় মাগুরা কালেক্টর চত্বর থেকে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টর চত্বরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Post a Comment